ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় নারীর মৃতদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
আশুলিয়ায় নারীর মৃতদেহ উদ্ধার

আশুলিয়া, সাভার: আশুলিয়ার পশ্চিম ডেন্ডাবর এলাকায় অজ্ঞাতপরিচয় এক নারীর (৪০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ডেন্ডাবরের ঘোচাইটেক এলাকার জঙ্গল থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ভোরে মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে রাস্তার পাশের জঙ্গলে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন।

ওই নারীর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ বাংলানিউজকে জানান, কারা কেন ওই নারীকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ব্যাপারে মামলা করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।