ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

সি‌টিং না, ডাইরেক্ট চ‌লে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
সি‌টিং না, ডাইরেক্ট চ‌লে বাসের অপেক্ষায় অসহায় যাত্রীরা। ছবি: শাহজাহান মোল্লা

ঢাকা: রাজধানীতে সিটিং বাস বন্ধের তৃতীয় দিন মঙ্গলবারও (১৮ এপ্রিল) চিটিংবাজি চলতে দেখা গেছে। হেলপাররা সিটিং এর বদলে ডাইরেক্ট ডাইরেক্ট বলে যাত্রী ডাকছেন। অফিসগামী যাত্রীরা নিরুপায় হয়ে বেশি ভাড়ায় সওয়ার হচ্ছেন ডাইরেক্ট ‍নামের লোকাল বাসে।

সকালে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে দেখা যায়, মৈত্রী, এটিসিএল, এমটিসিএল, এফটিসিএল, মিডওয়েসহ বেশ কিছু পরিবহন চলছে আগের নিয়মেই।

মৈত্রী বাসে মোহাম্মদপুর থেকে আরামবাগ পর্যন্ত ভাড়া জনপ্রতি ২০ টাকা।

কেউ যদি ধানমন্ডিতেও নামে তাকেও গুণতে হবে ২০ টাকা।

মৈত্রী বাসের হেলপার মোশারফের যুক্তি, সারাদিনই লোকাল চালাই। শুধু অফিস টাইমে ডাইরেক্ট। যেখানেই নামুক ২০ টাকা। রাজধানীতে লোকাল চালানোর কথা ডাইরেক্ট কেন চালাচ্ছেন এমন প্রশ্নের জবাবে বলেন, লোকালই তো চালাই, অহন ডাইরেক্ট। লোকালের নামে ডাইরেক্ট বাস।  ছবি: শাহজাহান মোল্লা

মোহাম্মদপুর থেকে ধানমন্ডী যাওয়ার জন্য রফিকুল ইসলাম নামে এক যাত্রীকে দেখা যায় এক বাস থেকে আরেক বাসের কাছে ছুটাছুটি করতে। কাছে গিয়ে দৌড়াদৌড়ির কারণ জানতে চাইলে  বলেন, ধানমন্ডি যাব,  সব বাসই ডাইরেক্ট, ৫ টাকার ভাড়া ২০ টাকা চায়।

এটিসিএল বাসের হেল্পারকেও ডাইরেক্ট ডাইরেক্ট বলে যাত্রী ডাকতে দেখা যায়। অফিসগামীরা নিরুপায় হয়ে ডাইরেক্ট ভাড়া দিয়ে লোকালেই যাচ্ছেন।  

এদিকে সিটিং সার্ভিস বন্ধে বিআরটিএ বা পরিবহন মালিক সমিতির কোন অভিযান বা পরিদর্শন টিম দেখা যায়নি মোহাম্মদপুর এলাকায়। তাই সিটিং এর নামে চিটিংবাজি দেখার কেউ নেই।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, এ‌প্রিল ১৮, ২০১৭
এসএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।