ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

গণপরিবহন সংকটে অফিসগামী যাত্রীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
গণপরিবহন সংকটে অফিসগামী যাত্রীরা গণপরিবহন সংকটে অফিসগামী যাত্রীরা-ছবি-ডি এইচ বাদল

ঢাকা: সিটিং সার্ভিস বন্ধ করায় গণপরিবহণ সংকটে পড়েছেন অফিসগামী যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাস মিলছে কম, অনেক দুর্ভোগ মোকাবিলা করে যেতে হচ্ছে অফিসে। 

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে সরেজমিনে সায়েদাবাদ জনপথ মোড়ে দাঁড়িয়ে থাকা অফিসগামী মানুষের দুর্ভোগের চিত্র দেখা যায়।  
 
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রুমানা জামান।

বাসের জন্য প্রায় ঘণ্টাখানেক হলো দাঁড়িয়ে আছেন সায়েদাবাদ জনপথ মোড়ে। হাজার চেষ্টা করেও বাসে উঠতে পারছেন না। ক্ষোভের সঙ্গে জানালেন, আমি প্রতিদিন সকালে মতিঝিলে অফিস করি। আজকে সড়কে বাস কম। দু-একটি বাস যদিও আসছে সেখানে ঠাসাঠাসি করে যাত্রী বোঝাই করা হয়েছে। দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা নেই।  

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে সড়কে গণপরিবহন তুলনামূলকভাবে কম থাকায় ভোগান্তিতে পড়েছেন রুমানা মতো হাজারো অফিসগামী যাত্রী। কিছু বাস চলাচল করলেও সেগুলো যাত্রীতে ঠাসা।  

গণপরিবহন সংকটে অফিসগামী যাত্রীরা-ছবি-ডি এইচ বাদলযাত্রাবাড়ী থেকে যাত্রী বোঝাই করে আসছে ৮ নম্বর গাবতলী মিনিবাস, শিখর, ট্রান্সসিলভা, মেশকাতসহ বেশ কিছু পরিবহন।  

গণপরিবহনে শৃংখলা ফিরিয়ে যাত্রী ভোগান্তি দূর করতে সিটিং সার্ভিস বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

যাত্রাবাড়ী থেকে পায়ে হেঁটে কিছুপথ এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন শফিকুল ইসলাম। পায়ে হেঁটে কি অফিস যেতে পারবেন? এমন প্রশ্ন করলে তিনি বলেন, ঘণ্টাখানেক হয়ে গেল, দাঁড়িয়ে থেকেও কোনো বাসে উঠতে পারছি না।  

তবে যাত্রীদের অভিযোগ, সিটিং সার্ভিস বন্ধ করায় গণপরিবহন মালিকরা ইচ্ছে করেই রাস্তায় বাস নাম‍াচ্ছেন না। আর যেগুলো নামানো হচ্ছে সেগুলোতে আদায় করা হচ্ছে সিটিংয়ের ভাড়া।  

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এএম/আরআর/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।