এরই মধ্যে এলো গুলিস্তানগামী ইটিসি পরিবহন। হুড়োহুড়ি করে এই বাসে উঠলেন যাত্রীরা।
আসন পূর্ণ হওয়ার পরই সুপারভাইজার রুহুল আমিন যাত্রীদের গায়ে ধরে ছাদের নিচে দুই পাশের রড ধরে দাঁড় করিয়ে দিচ্ছিলেন। এরই মাঝে চলছে যাত্রী ওঠা-নামা।
এক যাত্রীর পা লাগছে আর এক যাত্রীর গায়, তা নিয়ে উত্তেজনা। তার পাশাপাশি থেমে থেকে আরও যাত্রী তোলায় সকালের ভ্যাপসা গরমের সাথে কাটা রাস্তার ধুলায় চরম বিরক্ত যাত্রীরা। দশ নম্বরে উঠে কেউ কেউ ৫ টাকা দিয়ে নেমে যাচ্ছেন কাজীপাড়া শেওড়াপাড়ায়। তবে শেওড়াপাড়া পার হতেই ভাড়া ওঠানোর সময় যাত্রীদের সঙ্গে বিবাদে জড়ালেন কন্ডাক্টর।
শেওড়াপাড়ায় উঠে ফার্মগেটের যাত্রী আমিনুল ইসলাম দশ টাকার নোট দিয়ে ফেরত চাইলেন ৩ টাকা। কিন্তু ফেরত না দিয়ে উল্টো বিবাদ।
যাত্রীকে বিদ্রুপাত্মক ভঙ্গিতে বললেন, নতুন নাকি? ভাড়া ১০ টাকাই। এটা আগে থেকেই লোকাল, এখনও লোকাল। তালতলার পর ১০ টাকা। কম দিলে নেমে যান।
অথচ ওই ইটিসি পরিবহনের বাসে ঢাকা মেট্রো রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটির করে দেওয়া ভাড়ার তালিকায় শেওড়াপাড়া থেকে ফার্মগেটের ভাড়া ৭ টাকা। অথচ বাকি টাকা ফেরত দিলেন না কন্ডাক্টর রুহুল।
ঠাসা বাসে একে একে আরও যাত্রী উঠছেন, নামছেন তাতে ময়লা লাগছে কারও গায়ে। এ নিয়ে বিবাদ। কন্ডাক্টর রুহুল বললেন, ময়লা লাগলে প্রাইভেটে যান…।
পথের প্রায়া পুরোটা সময়ই যাত্রীদের সঙ্গে বিবাদে ছিলেন কন্ডাক্টর। গুলিস্তানে এসে কথা হলো কন্ডাক্টর রুহুলের সঙ্গে। অতিরিক্ত ভাড়া ফেরত না দেওয়া প্রসঙ্গে বলেন, ভাড়া কম দেয়, তাই আমরাও ২ টাকা ৩ টাকা ফেরত দেই না।
যাত্রী হয়রানি রোধে ঢাকা শহরে কোনো সিটিং বাস থাকবে না- সরকার ও মালিক পক্ষের এমন সিদ্ধান্তের পরও ভাড়া ও সিটিং না লোকাল, এ নিয়ে বিভিন্ন রুটে চলছে যাত্রীদের সঙ্গে বাসের হেলপার-কন্ডাক্টরদের বিবাদ।
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এমআইএইচ/আরআই