মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে মান্দা উপজেলার মহানগর গ্রামের বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
কামাকরুজ্জামান ওই গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।
মান্দা থানার উপপরিদর্শক (এসআই) সোনাত বাংলানিউজকে জানান, সকালে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখে প্রতিবেশীরা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সরকারি হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এসআই