ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বাম্পার বি‌রোধী অভিযানে সচিব ও বিআরটিএ চেয়ারম্যান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
বাম্পার বি‌রোধী অভিযানে সচিব ও বিআরটিএ চেয়ারম্যান সচিব ও বিআরটিএ চেয়ারম্যানের উপস্থিতিতে কাটা হচ্ছে বাম্পার ও অ্যাঙ্গেল; ছবি- বাংলানিউজ

ঢাকা: সরাস‌রি মন্ত্রণালয়ের স‌চিব ও বিআর‌টিএ চেয়ারম্যান উপ‌স্থিত থে‌কে বাম্পার ও অ্যা‌ঙ্গেল কাট‌ছেন। তা‌দের নি‌র্দেশনায় এ‌কের পর এক ট্রা‌কের হুক বাম্পার ও অ্যা‌ঙ্গেল কাটা হচ্ছে। 

মঙ্গলবার (এপ্রিল ১৮) সকাল ১০টায় কাঞ্চন ব্রিজের গোড়ায় এ দৃশ্য দেখা গেল। বুধবার তৃতীয় দি‌নের ম‌তো অ‌ভিযান চল‌ছে।

এ পর্যন্ত বেশ ক‌য়েক‌টি ট্রা‌কের বাম্পার অ্যা‌ঙ্গেল কাটা হ‌য়ে‌ছে।  

সড়ক প‌রিবহন ও সেতু মন্ত্রণালয়ের স‌চিব এন এম ছি‌দ্দিক, বিআর‌টিএ চেয়ারম্যান ম‌শিউর রহমান ও ম্যাজি‌স্ট্রেট আব্দুস সালাম এ অ‌ভিযা‌নে নেতৃত্ব দি‌চ্ছেন।  

বাংলা‌নিউজ‌কে স‌চিব ব‌লেন, রেহাই পাবার সু‌যোগ নেই। কেউ কেউ অ্যা‌ঙ্গেল এম‌নি খু‌লে ফেল‌ছেন। এটা সরকারের সর্বোচ্চ পর্যা‌য়ের সিদ্ধান্ত। এটা কেউ অমান্য কর‌তে পার‌বে না।  

‌তি‌নি আরও ব‌লেন, প্রথম ধা‌পে ঢাকার প্র‌বেশপথ গু‌লো‌তে ট্রাকের অ্যা‌ঙ্গেল বাম্পার হুক কাটা হ‌চ্ছে। প‌রের ধা‌পে ঢাকার ভেত‌রে বাস প্রাই‌ভেট কা‌রের অ্যা‌ঙ্গেল বাম্পার হু‌কের বিরু‌দ্ধে অ‌ভিযান চালা‌নো হ‌বে।  

‌তি‌নি ব‌লেন, এ অ‌ভিযান তত‌দিন পর্যন্ত চল‌বে যত‌দিন গা‌ড়ির বাম্পার হুক অ্যা‌ঙ্গেল দেখা যাবে।  

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।