মঙ্গলবার (এপ্রিল ১৮) সকাল ১০টায় কাঞ্চন ব্রিজের গোড়ায় এ দৃশ্য দেখা গেল। বুধবার তৃতীয় দিনের মতো অভিযান চলছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এন এম ছিদ্দিক, বিআরটিএ চেয়ারম্যান মশিউর রহমান ও ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন।
বাংলানিউজকে সচিব বলেন, রেহাই পাবার সুযোগ নেই। কেউ কেউ অ্যাঙ্গেল এমনি খুলে ফেলছেন। এটা সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। এটা কেউ অমান্য করতে পারবে না।
তিনি আরও বলেন, প্রথম ধাপে ঢাকার প্রবেশপথ গুলোতে ট্রাকের অ্যাঙ্গেল বাম্পার হুক কাটা হচ্ছে। পরের ধাপে ঢাকার ভেতরে বাস প্রাইভেট কারের অ্যাঙ্গেল বাম্পার হুকের বিরুদ্ধে অভিযান চালানো হবে।
তিনি বলেন, এ অভিযান ততদিন পর্যন্ত চলবে যতদিন গাড়ির বাম্পার হুক অ্যাঙ্গেল দেখা যাবে।
বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
আরআই