মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোর ৬টার দিকে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মিলা আবাসিক হোটেলের ৪ তলার ৪৭০ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান বাংলানিউজকে বলেন, সোমবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে দুর্জয় (৩২) নামে এক যুবক নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলের একটি কক্ষ ভাড়া নেন।
ধারণা করা হচ্ছে স্বামী পরিচয় দানকারী ওই ব্যক্তি তাকে জবাই করে হত্যা করে পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি আলী হোসেন খান।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এজেডএস/জিপি/এমজেএফ