মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরনে কালো থ্রি-কোয়ার্টার প্যান্ট ও হলুদ-কালো রংয়ের প্রিন্টের শার্ট রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, আহাকী এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইন পার হওয়ার সময় ওই যুবক ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
আরএস/আরআর/এমজেএফ