ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের আহাকী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২৫ বছর।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরনে কালো থ্রি-কোয়ার্টার প্যান্ট ও হলুদ-কালো রংয়ের প্রিন্টের শার্ট রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, আহাকী এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইন পার হওয়ার সময় ওই যুবক ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
আরএস/আরআর/এমজেএফ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।