মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে মরদেহ দু’টি হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ইন্সপেক্টর সাইদুর রহমান।
রুহুল আমিন বাংলানিউজকে জানান, দুই জঙ্গির মধ্যে একজন নারী (অজ্ঞাত পরিচয়) আনুমানিক বয়স (৩৫), অপর জন আনুমানিক বয়স (১৪)। জুরাইন কবরস্থানে তাদের দাফন করা হবে বলেও জানান তিনি।
এর আগে, ২৩ ডিসেম্বর দিবাগত রাত ২টায় আশকোনার জঙ্গি আস্তানা ‘সূর্যভিলা’য় অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা।
এতে এক নারী আত্মঘাতী বিস্ফোরণে ও কিশোর জঙ্গি টিআরশেলে নিহত হয়।
এ সময় স্প্লিন্টারে আহত (আত্মঘাতী বিস্ফোরণের সময়) এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
জঙ্গি আস্তানাটিতে মোট ৭ জন ছিলেন, যার মধ্যে প্রথমে চারজন আত্মসমর্পণ করেন। অবশিষ্ট তিনজনের মধ্যে একজন আহত হলেও বাকি দু’জন নিহত হন।
বাংলাদেশ সময়: ১২১৯ এপ্রিল ১৮, ২০১৭
এজেডএস/আরআইএস/আরআই