প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং অটিজম ও নিওরোডেভলোপমেন্টাল ডিজঅর্ডার বিষয়ক বাংলাদেশ ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ হোসেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদানের পাশাপাশি ভুটানের ঐতিহ্যবাহী স্কার্ফ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পারো বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহযোগে হোটেল লা মেরিডিয়ান থিম্পুতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে ভুটানের রয়েল প্রিভি কাউন্সিলের সভাপতি লিওনপো দর্জি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানোর কথা রয়েছে।
সফরকালে এই হোটেলেই অবস্থান করবেন শেখ হাসিনা। অংশ নেবেন অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে।
এছাড়াও দ্বি-পাক্ষিক সফরে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি সইয়ে উপস্থিত থাকবেন। সাক্ষাৎ হবে ভুটানের রাজা ও রানির সঙ্গে। বৈঠক হবে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে। এছাড়াও থিম্পুর হিজোতে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি।
বৃহস্পতিবার সকালে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বাংলাদেশ সময় ১২২৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এমএমকে