ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

সাড়ে ১৫ লাখ ভারতীয় জাল রুপি জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
সাড়ে ১৫ লাখ ভারতীয় জাল রুপি জব্দ সংবাদ সম্মেলন, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীতে অভিযানে আটক জাল নোট তৈরি চক্রের পাঁচ সদস্যের কাছ থেকে ১৫ লাখ ৩৪ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়েছে। যার মধ্যে আছে ২ হাজার, ১ হাজার এবং পাঁচশ রুপির নোট।

মঙ্গলবার (১৮ এপ্রিল) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অপরাধ তথ্য ও গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন।

তিনি জানান, মোহাম্মদপুরের মোহাম্মাদিয়া হাউজিং থেকে সোমবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

তারা জাল রুপি বানাতেন।

আটকরা হলেন, মো. বুলবুল আহম্মেদ, মো. খায়রুল ইসলাম, শামছুল হক, মো. শাহীন আক্তার ও মো. আলমগীর হোসেন।

তাদের সঙ্গে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, না আমরা এমন কোনো সংশ্লিষ্টতা এখনও খুঁজে পাইনি।

***রাজধানীতে জাল নোট চক্রের ৫ সদস্য আটক

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭/আপডেট ১৩৩০ঘণ্টা
এসজেএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।