ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ক্ষতিপূরণে সুর্নিদিষ্ট আইন চায় লিগ্যাল এইড কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
ক্ষতিপূরণে সুর্নিদিষ্ট আইন চায় লিগ্যাল এইড কমিটি ক্ষতিপূরণে সুর্নিদিষ্ট আইন চায় লিগ্যাল এইড কমিটি

ঢাকা: বিচারে বিলম্ব হওয়ায় দীর্ঘ সময়ে কারাগারে থাকা আসামিদের মুক্তির পর ক্ষতিপূরণ দেওয়ার ‘সুর্নিদিষ্ট আইন প্রয়োজন’ বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে লিগ্যাল এইড কমিটির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন।

বিচারপতি ইনায়েতুর রহিম বলেন, দীর্ঘদিন কারাগারে থাকার পর তারা পরিবার সমাজ থেকে বিচ্ছিন্ন থাকেন।

লিগ্যাল এইডের সহায়তা পেয়ে জামিনে মুক্তি পেলেও তারা অর্থের অভাবে কিছু করতে পারেন না। এ ধরনের ব্যক্তিদের পুনর্বাসন প্রয়োজন। সরকার এসব বিষয়ে দৃষ্টি দেবে। এছাড়া কোর্টও এ বিষয়ে যে কোনো আদেশ দিতে পারেন। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট আইনের প্রয়োজন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘২০১৫ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির কার্যালয় উদ্বোধন করা হয়। সেই থেকে এ পর্যন্ত ৫শ’ ৫৫টি মামলার মধ্যে ২শ’ ৯৮টির নিষ্পত্তি হয়েছে। এছাড়া ১ হাজার ২শ’ ৩২ জন বিচারপ্রার্থীকে মৌখিক পরামর্শ দেওয়া হয়েছে’।

‘০৫ থেকে ১০ বছর পর্যন্ত মামলা নিষ্পত্তি না হয়েও কারাগারে আটক হাজতিদের তালিকা চেয়ে কারাগারে চিঠি পাঠায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি। পরে আইজি (প্রিজন) কার্যালয় মোট ৪শ’ ৬২ জনের নামের তালিকা দেন। এ তালিকার মধ্যে ৫৮ জনের বিষয়ে আদালতের নজরে আনা হলে ১৮ জনকে জামিন দেন। বাকি ৪শ’ ৪ জনের বিষয় নিয়ে কাজ চলছে’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উপ-পরিচালক আবিদা সুলতানা, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের কর্মকর্তা রিপন পৌল স্কু প্রমুখ।

অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব টাইটাস হিল্লোল রেমা।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
ইএস/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।