মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরে ১১৯৫ মেইন পিলারের কাছে জঙ্গলবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
হারুন জেলার মধ্যনগর থানার উত্তর বংশিকুন্ডা গ্রামের মো. রিয়াজ মিয়ার ছেলে।
এ ব্যাপারে চারাগাওঁ বিজিবি ক্যাম্পের ইনচার্জ মো. আফসার উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে ইয়াবার একটি চালান নিয়ে এক যুবক সুনামগঞ্জ শহরে যাচ্ছে, এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও মোবাইলের দুটি সিম উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৭
আরএ