ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

তাহিরপুরে ইয়াবা-মোবাইল সিমসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
তাহিরপুরে ইয়াবা-মোবাইল সিমসহ যুবক আটক

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত এলাকার জঙ্গলবাড়ি গ্রাম থেকে ৫০ পিস ইয়াবা ২টি মোবাইল সিমসহ হারুন মিয়া (২৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরে ১১৯৫ মেইন পিলারের কাছে জঙ্গলবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

হারুন জেলার মধ্যনগর থানার উত্তর বংশিকুন্ডা গ্রামের মো. রিয়াজ মিয়ার ছেলে।

এ ব্যাপারে চারাগাওঁ বিজিবি ক্যাম্পের ইনচার্জ মো. আফসার উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে ইয়াবার একটি চালান নিয়ে এক যুবক সুনামগঞ্জ শহরে যাচ্ছে, এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও মোবাইলের দুটি সিম উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।