ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে একদিনের সফর শেষে ঢাকায় ফিরলেন রাষ্ট্রপতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
সুনামগঞ্জে একদিনের সফর শেষে ঢাকায় ফিরলেন রাষ্ট্রপতি

সুনামগঞ্জ: সুনামগঞ্জে একদিনের সফর শেষে ঢাকায় ফিরে গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ লাইন্স মাঠ থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে সুনামগঞ্জ ত্যাগ করেন তিনি।

সুনামগঞ্জের এনডিসি অঞ্জন দাস বাংলানিউকে জানান, একদিনের সফরে সবগুলো হাওর পরিদর্শন করতে পারেননি রাষ্ট্রপতি।

তাই তিনি হেলিকপ্টারে করে সে হাওরগুলোর ওপর দিয়ে ঢাকায় গেছেন।

এর আগে সোমবার (১৭ এপ্রিল) দুপুর আড়াইটায় সুনামগঞ্জে এসে হাওরের ক্ষয়ক্ষতি নিয়ে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন রাষ্ট্রপতি।

ওইদিন জেলার আইনজীবী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের সঙ্গেও রাষ্ট্রপতি মতবিনিময় করেন।

মতবিনিময় সভা শেষে তিনি সুনামগঞ্জ সার্কিট হাউজে রাত্রিযাপন করেন।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।