মঙ্গলবারের (১৮ এপ্রিল) মধ্যে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলে জেলার অভ্যন্তরীণ সকল রুটে বুধবার (১৯ এপ্রিল) থেকে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ সমিতি।
সমিতির সভাপতি মো. আফতাব হোসেন জানান, বানারীপাড়া পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিরা গেটলক সার্ভিসের জন্য টেম্পু স্ট্যান্ডের পাশে ডাকবাংলো মোড়ে জায়গা নির্ধারণ করে দেন।
কিন্তু কিছুদিন ধরে গেটলক সার্ভিস ডাকবাংলো মোড়ে যেতে দিচ্ছেন না স্থানীয়রা। কিন্তু ওই স্থানের পাশেই ভূমি অফিসের সামনে থেকে মাহিন্দ্রা (থ্রি হুইলার) চলাচল করছে।
তিনি বলেন, মঙ্গলবার দিনের মধ্যে এ বিষয়ে কোনো সুরাহা না হলে বুধবার থেকে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।
মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার দে বলেন, বানারীপাড়ায় নির্ধারিত স্থানে বাস পার্কিং করতে না দেওয়ায় তারা ওই রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন। অন্যদিকে হিজলা পৌরসভা কর্তৃপক্ষ ১০ টাকার পার্কিং চার্জ বাড়িয়ে ২৫ টাকা করায় এ রুটেও বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। এর সমাধান না হলে বুধবার থেকে অভ্যন্তরীণ ৮টি রুটে অর্নিদিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখবেন।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, ডাকবাংলোর মোড়ে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার পর স্থানীয় শিক্ষার্থীরা মানববন্ধন করেন। তাদের দাবির ভিত্তিতে ডাকবাংলো মোড় থেকে বাস (সিটিং সার্ভিস) চলাচল বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি বাস মালিক সমিতি সিটিং সার্ভিসগুলো আগের স্থান (ডাকবাংলো মোড় ) থেকেই চলাচল করার কথা জানান। কিন্তু এতে স্থানীয়রা রাজি হননি। তাই গত ৩ দিন ধরে বরিশাল-বানারীপাড়া রুটে সকল বাস চলাচল বন্ধ রয়েছে।
তিনি জানান, ডাকবাংলো মোড় সংলগ্ন ভূমি অফিসের সামনে থেকে থ্রি-হুইলার মাহিন্দ্রা চলাচল করায় তাদের যাত্রী কম হয় বলে দাবি বাস মালিক-শ্রমিকদের। তাই তাদের ওই স্থানে নেওয়া, না হলে ভূমি অফিসের সামনে থেকে মাহিন্দ্রা স্ট্যান্ড সরিয়ে দেওয়ারও দাবি করেছেন।
জিম্মি না করে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানিয়ে ওসি বলেন, স্থানীয়দের সঙ্গে বসে এর সমাধান করা সম্ভব।
ধর্মঘটের এ আহ্বানে সমর্থন জানিয়ে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে মামলা হয়েছে। সেখানে তার বিচার হবে। কিন্তু তারপরও আমাদের সিটিং সার্ভিসের কাউন্টার সরিয়ে দেওয়া হয়। এ নিয়ে থানার ওসি, পৌরসভার মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেও কোনো লাভ হয়নি। তাই গত রোববার (১৬ এপ্রিল) থেকে আমরা বরিশাল-বানারীপাড়া রুটে সিটিং সার্ভিসের বাস চলাচল বন্ধ রেখেছি। পরে লোকাল সার্ভিসও বন্ধ করে দেওয়া হয়। এখন পুরো জেলায় বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এমএস/ এএসআর