আইপিইউ সম্মেলনের মতো সিপিএ সম্মেলনেও ভারতের একটি বড় প্রতিনিধদল অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সংসদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
স্পিকার বলেন, বর্তমান সরকারের সঠিক ও সময়োপযোগী নেতৃত্বের ফলে ৭-৮ বছরে বাংলাদেশ আর্থ-সামাজিক সূচকে অভূতপূর্ব উন্নয়ন করেছে। ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা।
এবারের আইপিইউ সম্মেলনের সব ইভেন্ট বিশ্ববাসীর কাছে ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইপিইউ সম্মেলনের ডিজিটাল উপস্থাপনা প্রতিনিধিদের চমৎকৃত করেছে। এক্ষেত্রে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করতে পেরেছি।
ভারতের হাইকমিশনার ১৩৬তম আইপিইউ সফলভাবে আয়োজনের জন্য স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের জন্য এ ধরনের একটি সফল আয়োজন খুবই প্রশংসনীয়।
তিনি বলেন, ভারতের স্পিকার, সংসদ সদস্যসহ প্রতিনিধিরা বাংলাদেশে ১৩৬তম আইপিইউর সার্বিক সহযোগিতা ও আতিথিয়তার প্রশংসা করেছেন এবং এদেশে তাদের অবস্থানের সময়ের অভিজ্ঞতা ছিল খুবই চমৎকার।
স্পিকার বলেন, বাংলাদেশ আগামী নভেম্বর ২০১৭ এ ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, আইপিইউ সম্মেলনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ আরও সফলভাবে সিপিএ সম্মেলন আয়োজন করবে। যাতে ভারত থেকে একটি বড় প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এসএম/জেডএস