বিভাগীয় কমিটির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসরাইল পন্ডিত, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার, বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক বাবুল শরীফ প্রমুখ। মানববন্ধন শেষে বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।
জেলেদের উত্থাপিত দাবিগুলো হলো- প্রতি মাসে দরিদ্র জেলেদের ৬০ কেজি চাল ও ২ হাজার টাকা অনুদান, মেম্বার-চেয়ারম্যানদের দুর্নীতি বন্ধে জেলে সমিতির প্রতিনিধি ছাড়া চাল বিতরণের মাস্টার রোল গ্রহণ না করা, ইলিশ শিকার বন্ধের মৌসুমে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা, সাজার পরিমাণ সর্বোচ্চ ১০ দিন করা এবং জলদস্যু ও জলোচ্ছ্বাসে নিহত জেলের পরিবারকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এমএম/এমজেএফ