ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

৫ দফা দাবিতে বরিশালে জেলেদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
৫ দফা দাবিতে বরিশালে জেলেদের মানববন্ধন ৫ দফা দাবিতে বরিশালে জেলেদের মানববন্ধন

বরিশাল: জেলেদের মাঝে চাল বিতরণে মেম্বার-চেয়ারম্যানদের অনিয়ম দুর্নীতি বন্ধসহ ৫ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন জেলেরা। বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবী জেলে সমিতি বরিশাল বিভাগীয় কমিটির উদ্যোগে মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ১২টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচির আয়োজিত হয়।

বিভাগীয় কমিটির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসরাইল পন্ডিত, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার, বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক বাবুল শরীফ প্রমুখ। মানববন্ধন শেষে বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।

 

জেলেদের উত্থাপিত দাবিগুলো হলো- প্রতি মাসে দরিদ্র জেলেদের ৬০ কেজি চাল ও ২ হাজার টাকা অনুদান, মেম্বার-চেয়ারম্যানদের দুর্নীতি বন্ধে জেলে সমিতির প্রতিনিধি ছাড়া চাল বিতরণের মাস্টার রোল গ্রহণ না করা, ইলিশ শিকার বন্ধের মৌসুমে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা, সাজার পরিমাণ সর্বোচ্চ ১০ দিন করা এবং জলদস্যু ও জলোচ্ছ্বাসে নিহত জেলের পরিবারকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এমএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।