ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

দক্ষতা অর্জনে অনুশীলনের বিকল্প নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
দক্ষতা অর্জনে অনুশীলনের বিকল্প নেই সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা নয় পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন।

ঢাকা: সৈনিকদের কঠোর প্রশিক্ষণের মাধ্যমে মান অর্জন ও তাদের পেশাগত উৎকর্ষতা অর্জনে নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

একই সঙ্গে মৌলিক গুণাবলী ও দক্ষতা অর্জনে কঠোর অনুশীলন ও প্রশিক্ষণের বিকল্প নেই বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, বর্তমানে পৃথিবীর অন্যতম পেশাদার ও শ্রেষ্ঠ সেনাবাহিনীর একটি বাংলাদেশ সেনাবাহিনী। আমাদের প্রশিক্ষণের নীতি, এক গুলি এক শত্রু। যার প্রমাণ আমরা পেয়েছি সম্প্রতি সিলেটে, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সেনাবাহিনীর অভিযানে। সেখানে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই সফল হয়েছে সেনাবাহিনী। এ কারণ, আমাদের প্রশিক্ষণের মান উন্নত ছিলো।

সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা নয় পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং কুমিল্লার ৩৩ পদাতিক ডিভিশন রানার্সআপ হয়।

এ সময় উপস্থিত ছিলেন নয় পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
জেডআর/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।