ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

পুলিশের অস্ত্র ও গুলি চুরি, চারদিনেও হয়নি উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
পুলিশের অস্ত্র ও গুলি চুরি, চারদিনেও হয়নি উদ্ধার

বরিশাল: বরিশাল জেলার মুলাদী থানার একজন সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) পিস্তল ও ১৬ রাউন্ড গুলি খোয়া যাওয়ার চারদিন পার হলেও উদ্ধারে কোনো অগ্রগতি নেই।

থানা পুলিশ বলছে, খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন তারা, তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখে দায়িত্ব পালন শেষে তার পিস্তল ও গুলি থানার মালখানায় জমা না দিয়ে হাজি টাওয়ারে নিজ বাসায় রাখেন।

সেসময় বাসার তালা ভেঙে পিস্তল, আট রাউন্ড কার্তুজ, নগদ টাকা এবং বিভিন্ন কাগজপত্র নিয়ে যায় ডাকাতরা।

মূলাদী থানা সূত্রে জানা যায়, এএসআই মনসুর রহমানের নামে ৭.৬২ বোরের পিস্তলটি ইস্যু করা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, এ ঘটনায় পরের দিনই এএসআই মনসুর বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি চুরি হওয়া অস্ত্র ও ১৬ রাউন্ড গুলি উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এমএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।