থানা পুলিশ বলছে, খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন তারা, তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এর আগে গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখে দায়িত্ব পালন শেষে তার পিস্তল ও গুলি থানার মালখানায় জমা না দিয়ে হাজি টাওয়ারে নিজ বাসায় রাখেন।
মূলাদী থানা সূত্রে জানা যায়, এএসআই মনসুর রহমানের নামে ৭.৬২ বোরের পিস্তলটি ইস্যু করা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, এ ঘটনায় পরের দিনই এএসআই মনসুর বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি চুরি হওয়া অস্ত্র ও ১৬ রাউন্ড গুলি উদ্ধারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এমএম/আইএ