ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ পলিথিন ধ্বংস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
কেরানীগঞ্জে বিপুল পরিমাণ পলিথিন ধ্বংস পলিথিন পুড়িয়ে ধ্বংস-ছবি: বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ১ হাজার ৯২৭ কেজি পলিথিন পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমানের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজুর রহমান বাংলানিউজকে বলেন, উপজেলার নুরুণ্ডি মোড়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন মজুদ ও বাজারজাত করার উদ্দেশে রেখেছেন গোলাম জাকির ও মো. সুমন।

এমন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯২৭ কেজি পলিথিনসহ তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত পলিথিনগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানকালে তাকে সহযোগিতা করেন ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ফজলুল হক, রাকিব হাসান চয়ন ও কেরানীগঞ্জ মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) সাইদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।