আগামী ছয় মাসের মধ্যে এই ভিডিও কনফারেন্স পদ্ধতি চালু করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে গাজীপুরের টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইমান আলী ও মানবাধিকার কমিশনের চেয়াম্যান কাজী রিয়াজুল হক সকালে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পৌঁছালে ফুলদিয়ে তাদের অভ্যর্থনা জানানো হয়। পরে তারা শিশুদের বন্দি নিবাস পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন, সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক শংকর শরণ শাহা, টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়ক মো. শাহজাহান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
আরএস/জিপি/বিএস