ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

চোখ রাখুন খুলনার রাতে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
চোখ রাখুন খুলনার রাতে বাংলানিউজ টিম খুলনা

খুলনা: রাতের কোলে যখন ঘুমিয়ে পড়ে লাখো মানুষ, তখনো কিছু এলাকা জেগে থাকে খুলনা মহানগরীতে। আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি এড়িয়ে সংঘঠিত হয় নানা অপরাধ। কর্মক্ষেত্র থেকে ঘরের পথ ধরা কর্মক্লান্ত মানুষ শিকার হয় হয়রানির। 

কোথাওবা অন্যরকম আবেদন নিয়ে ফুটে ওঠে রাতের শিল্প ও বন্দর নগরী। কোথাও রাতভর খোলা থাকে খাবারের দোকান।

কোথাও রাত দুপুরেই জমে ওঠে বিকিকিনির বাজার। বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জম্পেশ আড্ডা জমে কোথাও কোথাও। কোথাওবা হাসপাতাল-ক্লিনিকে ভর করে সীমাহীন অনিয়ম।  

রাতের খুলনার এসব চিত্রের খবর সরেজমিনে তুলে আনতে মঙ্গলবার (১৮ এপ্রিল) দিনশেষে মাঠে নামছে বাংলানিউজ টিম। খুলনার ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না আর স্টাফ ফটো করেসপন্ডেন্ট মানজারুল ইসলামের সঙ্গে এ টিমে যোগ দিচ্ছেন যশোরের স্টাফ করেসপন্ডেন্ট উত্তম ঘোষ, সাতক্ষীরা ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট শেখ তানজির আহমেদ ও বেনাপোলের স্টাফ করেসপন্ডেন্ট আজিজুল হক।  

রাতের স্তব্ধতা চিরে ৪৫.৬৫ বর্গ কিলোমিটার আয়তনের নগরী চষে তারা তুলে আনবেন ২০ লাখ নগরবাসীর সুখ-দুঃখ, স্বপ্ন-প্রত্যাশা, আনন্দ-বিড়ম্বনা, অনিয়ম-অপরাধ ও আঁধারের আড়ালের সরেজমিন খবরসহ মজার মজার সব ফিচার।  

বাংলানিউজ খুলনা অফিসযখনকার খবর তখনই প্রচারের নীতিতে বিশ্বাসী ২৪ ঘণ্টার একমাত্র বাংলা অনল‍াইন বাংলানিউজ তাই রাতভরই টাটকা খবরে মন যোগাবে পাঠকদের। তুলে আনবে দেশের গুরুত্বপূর্ণ নগরীর হাল হকিকত।  

খুলনা নগরীর রাতের লাইভ পেতে তাই ক্লিক করে খুলেই রাখুন বাংলানিউজ। প্রয়োজনে যে কোনো খবর আপনিও জানাতে পারেন বাংলানিউজ টিমকে। ফোন দিতে পারেন ০১৭১০-৩১২৭৬০ বা ০১৮১৮-৮১০৮৮১ নাম্বারে। ই-মেইল- করতে পারেন [email protected] ঠিকানায়।  
 
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।