ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত।

সাভার (ঢাকা): বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০১৭ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে সাভার সেনানিবাসের ফায়ারিং স্পটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী সৈনিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

ফায়ারিং প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের ১৪টি দল অংশগ্রহণ করে।

চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নবম পদাতিক ডিভিশন। রানার আপ হয়েছে ৩৩ পদাতিক ডিভিশন।

এই আয়োজনে শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন ল্যান্স করপোরাল নাজমুল হাসান শরিফ (১৭ পদাতিক ডিভিশন)।

এবারের ফায়ারিং প্রতিযোগিতা তত্ত্বাবধান করেছে নবম পদাতিক ডিভিশন। ১১ এপ্রিল থেকে সাভার সেনানিবাসে এ ফায়ারিং প্রতিযোগিতা শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।