মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে সাভার সেনানিবাসের ফায়ারিং স্পটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী সৈনিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
ফায়ারিং প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের ১৪টি দল অংশগ্রহণ করে।
এই আয়োজনে শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন ল্যান্স করপোরাল নাজমুল হাসান শরিফ (১৭ পদাতিক ডিভিশন)।
এবারের ফায়ারিং প্রতিযোগিতা তত্ত্বাবধান করেছে নবম পদাতিক ডিভিশন। ১১ এপ্রিল থেকে সাভার সেনানিবাসে এ ফায়ারিং প্রতিযোগিতা শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
আরআইএস/আইএ