মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে ঝিনাইদহ শহরের কলার হাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত কাকলী জেলা শহরের আরাপপুর মসজিদ পাড়ার আবেদালীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, সকালে ওই দুই নারী ঝিনাইদহ-যশোর সড়কে হাঁটছিলেন। পথে কলার হাট এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাদর ধাক্কা দিলে গুরুতর আহত হন তারা। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় পরে কাকলীকে ফরিদপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাকলী মারা যান।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বদিউর রহমান বাংলানিজউকে জানান, খবর পেয়ে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এসআই