তারা হলেন-চকরাজাপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে গোলাম রব্বানী (২২) একই গ্রামের মৃত মকবুল সরদারের মেয়ে তসলিমা আক্তার (১৮)
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রব্বানী ও তসলিমার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে নিজেদের পরিবারে তারা সে কথা জানান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো বলেন, এ ঘটনায় মান্দা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১৭
আরএ