মঙ্গলবার (১৮ এপ্রিল) দিনগত রাতে ভোমরা বন্দরের বাঁশকল চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক এছহাক আলী গাজী সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষীদাড়ি গ্রামের মৃত বাহার আলী গাজীর ছেলে।
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাশকল চেকপোস্ট ক্রস করার সময় এছহাক আলী নামে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি করা হয়। এসময় তার মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১৭
আরএ