মঙ্গলবার (১৮ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে খুলনার সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল কাঁচাবাজারের হোটেলটির এ দৃশ্যই বলে দেয় নারীর ক্ষমতায়নের কথা।
দীর্ঘ সাত বছর ধরে প্রতিটি রাতই পপি আক্তার সামলে এসেছেন হোটেলের ক্যাশ।
শুধু তাই নয়, ক্রেতা সমাগম বাড়াতে ব্যতিক্রমধর্মী খাবার পরিবেশনেও পটু তিনি। এজন্যই তার হোটেলে নিয়মিত পরিবেশন করা হয় কবুতর, কোয়েল পাখি, রাজহাঁস ও দেশি মুরগির মাংস।
ব্যবসায়ী স্বামী ও স্কুলগামী মেয়েকে সামলেও কীভাবে হোটেল সামলান, এমন প্রশ্নের জবাবে পপি আক্তার বাংলানিউজকে বলেন, সোনাডাঙ্গা কাঁচাবাজার খুলনার সবচাইতে বড় পাইকারি বাজার। এখানে দিনের বেলা পাঁচ হাজার টাকা বিক্রি হলে, রাতে ২০ হাজার টাকা বিক্রি হয়। তাই কষ্ট হলেও রাতের বেলা আমাকেই দায়িত্ব নিতে হয়। আর এজন্য পরিবার থেকে আমাকে বরাবরই উৎসাহ ও সহযোগিতা করা হয়।
কোনো সমস্যার সম্মুখীন হন কিনা, এমন প্রশ্নের জবাবে পপি বলেন, না। স্বামী, মেয়ে, সংসার সবকিছুই চলছে সুন্দরভাবে।
বর্তমান সময়ের নতুন নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সাহস ও আন্তরিকতা থাকলে সবই সম্ভব। এজন্য সবাইকে সাহসিকতার সঙ্গে লক্ষ্যে এগিয়ে যাওয়ার পরামর্শ দেই আমি।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এসএনএস
আরও পড়ুন
** সুপারম্যান হয়ে মাথা চাবায়ে খাবো!
** খুমেকে সিট না পেয়ে ভোগান্তি, আসন বাড়ানোর দাবি
** দালালদের নিয়ন্ত্রণে রাতের খুমেক!
** রাতের খুমেকের ‘কন্ট্রাক্ট সার্ভিস’ প্রতারণা!
** জীবনচক্র তাদের আহ্নিক গতির পাল্টাসূত্রে
** আলোকচিত্রে রাতের খুলনা
** কদমতলা বাজারে রাতের কর্মযজ্ঞ যোগায় দিনের খোরাক
** রাতের খুলনার খানাপিনা
** রাতদুপুরে অক্সিজেনই মৃত্যুফাঁদ খুমেকের
** রাত ১০টার পর সন্ধ্যা নামে কুয়েটের হলে!
** ভূতের বাড়ি থেকে ভেসে আসে শীলার হাসি-কান্না!
** রেলস্টেশনের প্ল্যাটফর্ম যখন ঘুমরাজ্য!
** আড্ডা জাগিয়ে রাখে খুলনার সাতরাস্তা মোড়
** চোখ রাখুন খুলনার রাতে