জাউয়াবাজারের খারাই এলাকায় যাওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের সব যাত্রীই কমে কেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
খারাই এলাকার বাসিন্দা রফিক উদ্দিন ও আরিফ বাংলানিউজকে বলেন, অদক্ষ চালকের কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে হাইওয়ে পুলিশ। তবে কোনো যাত্রীর অবস্থা গুরুতর কি-না সে বিষয়ে কিছু জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এনইউ/জেডএস