বুধবার (১৯ এপ্রিল) সকালে ফার্মগেটে গিয়ে দেখা যায় রাজধানীর ব্যস্ততম সড়কটি গণপরিবহন শূন্য। বেলা বাড়ার সঙ্গে কিছু গণপরিবহন চলাচল করলেও তা যাত্রীর সংখ্যা অনুযায়ী নগণ্য।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোর সকাল থেকে এখনও একই পর্যায়ের রয়েছে গণপরিবহন সঙ্কট। মাঝে মধ্যে কয়েকটি বাস এলেও তা যাত্রীর তুলনায় অনেক কম। ফলে বাসে উঠতে গিয়ে সৃষ্টি হচ্ছে নানান সমস্যা।
সদরঘাটগামী যাত্রী আরমান হোসেন বাংলানিউজকে বলেন, সকাল ৮টা থেকে দাঁড়িয়ে আছি কিন্তু এখনও বাস আসছে না। এখন কী করে যাব? গত তিনদিন ধরে একই ঘটনা ঘটছে এটা দেখার কি কেউ নেই?
বাসের অপেক্ষাঢ আর দাঁড়িয়ে না থেকে গন্তব্যস্থলে হেঁটে রওনা দেওয়া যাত্রী ফরহাদ হোসেন বাংলানিউজকে বলেন, দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি, আর কতক্ষণ দাঁড়াবো? শেষে হেঁটেই রওনা দিলাম! সরকারের এখন কর্তব্য এই অরাজকতা কমিয়ে মানুষ জনকে রেহাই দেওয়া।
গত রোববার (১৬ এপ্রিল) থেকে রাজধানীতে চলা এই পরিবহন নৈরাজ্য চতুর্থ নিদের মতো চলছে। বিশেষ করে রাজধানীবাসীর অফিস যাওয়া ও আসার সময় বাস কমিয়ে দিয়ে কৃত্তিম পরিবহন সঙ্কট তৈরি করছে বাস মালিকরা। সকালে-বিকেলে রাজধানীতে বেশি যাত্রী গণপরিবহনে আসা-যাওয়া করেন বলেই এই অপকৌশল নিচ্ছে মালিকপক্ষ।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এমএ/এমজেএফ