ধারণা করা হচ্ছে, কর্নেল (অব.) শওকত আলী নিউমোনিয়ায় ভুগছেন।
বর্তমানে তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধনী।
শওকত আলীকে দেখতে বুধবার (১৯ এপ্রিল) সকালে সিএমএইচ-এ ছুটে যান বর্তমান ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। এসময় তিনি শওকত আলীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও দ্রুত আরোগ্য কামনা করেন।
জানা যায়, সোমবার হাসপাতালে ভর্তি হওয়ার পর মঙ্গলবার তিনি (শওকত আলী) কিছুটা সুস্থবোধ করেন। কিন্তু বুধবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এসএম/জেডএস