ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ভুটানে বাংলাদেশ চ্যান্সেরি ভবনের ভিত্তিফলক উন্মোচন

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
ভুটানে বাংলাদেশ চ্যান্সেরি ভবনের ভিত্তিফলক উন্মোচন চ্যান্সেরি ভবনের ভিত্তিফলক উন্মোচন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পাশে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। ছবি: পিআইডি

থিম্পু থেকে: ভুটানের রাজধানী থিম্পুতে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবনের ভিত্তিফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার সঙ্গে ছিলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

তিন দিনের ভুটান সফরের দ্বিতীয় দিন বুধবার (১৯ এপ্রিল) থিম্পুর হিজোতে এ চ্যান্সেরি ভবনের ভিত্তিফলক উন্মোচন করেন তিনি।

ফলক উন্মোচনের আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী দামঘো দর্জি ভবনের জমি হস্তান্তর সংক্রান্ত চুক্তিতে সই করেন।

এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে উপস্থিত ছিলেন। ফলক উন্মোচনের পর বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়।                                          সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ‍উত্তোলন করা হয়।  ছবি: পিআইডিফলক উন্মোচনের পর বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়। সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ‍উত্তোলন করা হয়। এরপর প্রধানমন্ত্রী এবং ভুটানের রাজা অনুষ্ঠানস্থল ঘুরে দেখেন।

এ কর্মসূচির আগে শেখ হাসিনা সকালে থিম্পুর রয়েল বাংকোয়েট হলে অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার বিষয়ক একটি সেমিনারের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।