ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

পৌরসভায় অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
পৌরসভায় অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে মানববন্ধন পৌরসভায় অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে মানববন্ধন-ছবি: বাংলানিউজ

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের পৌর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে চালকরা। এসময় তারা কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে।

পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল থেকে পৌর এলাকায় অটোরিকশা চলবে না বলে সিদ্ধান্ত নেয় মুন্সীগঞ্জ পৌরসভা।
 
সকাল ১১টার দিকে সদরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে চালকরা কয়েকটি স্থানে অটোরিকশা ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অটোরিকশা চালক জলিল হোসেন বাংলানিউজকে বলেন, অটোরিকশার উপার্জনেই চলে তার সংসার। আমাদের মতো গরিবের রুটি-রুজি ধ্বংস করে কি লাভ হবে? হাজার হাজার মানুষ বেকার হয়ে যাবে। আমাদের অন্য কোনো কাজের ব্যবস্থাও নেই। একই ক্ষোভ ও মন্তব্য করলেন আরো কয়েকজন।
 
মুন্সীগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ সূত্র জানায়, পৌর এলাকায় যানজটের প্রধান কারণ অটোরিকশা। এছাড়া এসব পরিবহনে ব্যাপক দুর্ঘটনা ঘটে। তাই পৌর এলাকায় এসব পরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
 
অপরদিকে, হঠাৎ অটোরিকশা চলাচল বন্ধে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। জনসাধারণের মন্তব্য অন্য কোনো যানবাহনের ব্যবস্থা না করে অটোরিকশা বন্ধ করে দেওয়াটা ঠিক হয়নি।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বাংলানিউজকে জানান, মানববন্ধন শেষে চালকরা কয়েকটি পয়েন্টে অটোরিকশা ভাঙচুর করে। এছাড়া তারা সদর রোডের কয়েকটি পয়েন্টে যান চলাচলে বিঘ্ন ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।