ওই থানায় দায়ের করা মামলায় (মামলা নং-৬) গ্রেফতারকৃত বিল্লাল ওরফে জিল্লুর রহমান নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে তাদের বরখাস্ত করা হয়।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অজ্ঞান পার্টির সদস্য হিসেবে মিঠামইন উপজেলার কেউয়াজোড় এলাকার বিল্লাল ওরফে জিল্লুর রহমানকে বুধবার গ্রেফতার করা হয়। সন্ধ্যায় নৌকায় করে তাকে আদালতে আনার পথে করিমগঞ্জের চামড়া নৌবন্দর এলাকায় পৌঁছার পর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। এসময় নৌকা থেকে নামতে গেলে আসামি বিল্লাল হ্যান্ডকাপসহ পালিয়ে যায়।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে এএসআই হুমায়ুন ও কনস্টেবল মামুন তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
আরএ