বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে আলেকজান্ডার-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মান্না বরিশাল সদর উপজেলার ফতুরহাট এলাকার মমিন বালির ছেলে।
স্থানীয়রা জানান, বৃদ্ধ ওই সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি ঘটলে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য নোয়াখালীতে নেওয়ার পথে মারা গেছেন বলে শুনেছি।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এসএইচ