ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পটুয়াখালীতে শোভাযাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পটুয়াখালীতে শোভাযাত্রা

পটুয়াখালী: পটুয়াখালী থেকে এই বছর প্রথম সরকার রেকর্ড পরিমাণ ধান ও চাল সংগ্রহ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শোভাযাত্রা করেছেন কৃষকরা।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) আমরা কৃষকের সন্তান ব্যানারে পটুয়াখালী সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে কৃষকরা জানান, তারা আমন ধানের ন্যায্যমূল্য পাওয়ায় বেশ খুশি।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলার বার্ষিক বিতরণ ৩৮ হাজার ৭৫৫ মেট্রিকটন চাল সংগ্রহের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি শ ম দেলোয়ার হোসেন দিলিপ, শুকতারার পরিচালক মাহ্ফুজা ইসলাম, যুব প্রতিনিধি মো. জহিরুল ইসলাম ও মো. শোয়েব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এমএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।