ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে মাদক বিক্রেতার কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
সিলেটে মাদক বিক্রেতার কারাদণ্ড

সিলেট: সিলেটে মো. কালাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীর ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে সিলেটের বিশেষ দায়রা জজ (জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মফিজুর রহমান ভূঞা এ দণ্ডাদেশ দেন।
 
দণ্ডপ্রাপ্ত কালাম সিলেটের জকিগঞ্জ উপজেলার লাপাকোনা গ্রামের মৃত আলকুস মিয়ার ছেলে।

তিনি সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
 
আদালত সূত্র জানায়, ২০১১ সালের ২৮ জুন সন্ধ্যায় নগরীর লালদিঘীরপাড় থেকে মাদক বিক্রেতা মো. কালামকে ২০ বোতল ফেনসিডিলসহ আটকের পর সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।  
 
তদন্ত শেষে কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) নাজমুল হুদা একই বছরের ৩০ জুলাই কালামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। পরবর্তীতে ২২ নভেম্বর থেকে আদালত এ মামলার বিচার কাজ শুরু করেন।  
 
দীর্ঘ শুনানিকালে ৫ সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১), টেবিলের ৩ (ক) ধারায় দোষী সাব্যস্ত করে কালামকে এ দণ্ডাদেশ দেন।  
 
মামলায় রাষ্ট্রপক্ষে কৌশলী ছিলেন বিশেষ পিপি অ্যাডভোকেট নওসাদ আহমদ চৌধূরী ও আসামিপক্ষে অ্যাডভোকেট ফরিদ আহমেদ।
 
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এনইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।