এরা হলেন, মেহেন্দিগঞ্জের আলিমাবাদ ইউনিয়নের ইমাম খানের ছেলে ইউসুফ (২৪) ও বাদল আকনের ছেলে মারজান আকন (২০) এবং হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ইদ্রিস বেপারী (৪৫)।
মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের ইউপি সদস্য মাহামুদ বেপারী জানান, ইউসুফ ও মারজানসহ ৫ জেলে নৌকা নিয়ে আলিমাবাদ ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে মাছ ধরছিলো।
পাশাপাশি তাদের সঙ্গে থাকা একই ইউনিয়নের লিটন (২০), ইব্রাহিম (৩০) ও নিজাম (২৫) গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে বরিশালের হিজলা উপজেলায় বজ্রপাতে বড়জালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগ নেতা ইদ্রিস বেপারী (৪৫) নিহত হয়েছেন।
বুধবার দিবাগত মধ্যরাতে শরিয়তপুর থেকে বাড়ি ফেরার পথে তিনি মারা যান বলে জানিয়েছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এমএস/এসএইচ