মাসুদ ওই এলাকার মোহাম্মদ আলীর টিনসেড বাড়ির ভাড়াটিয়া আবদুল জলিলের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট মাসুদের মায়ের নাম মরিয়ম আক্তার।
আবদুল জলিল জানান, মাসুদ নিজেই কাগজ দিয়ে ঘুড়ি তৈরি করে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকাল ৪টার দিকে পাশেই বাড়িওয়ালার তিনতলা বাড়ির ছাদে ঘুড়ি ওড়াতে যায়। ছাদে রেলিং না থাকায় নিচে পড়ে গুরুতর আহত হয় মাসুদ। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেন স্বজনেরা। পরে সন্ধ্যা ৭টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের হাবিলদার বাবুল মিয়া জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এজেডএস/এএসআর