বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে নীলফামারীর জেলা প্রশাসক মো. জাকীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভবনে এ সেন্টারের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মাহবুব-উল ইসলামসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জনগণের দোঁড়গোড়ায় আধুনিক তথ্য প্রযুক্তি সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উপজেলা ডিজিটাল চালু করা হয়েছে। এ সেন্টারের মাধ্যমে জনগণ বিভিন্ন সরকারি দপ্তরের নাগরিক সেবা ও ফরম, ফটোকপি, মাল্টিমিডিয়া প্রজেক্টেরের সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি উপজেলা শিক্ষার্থীরাসহ তরুণ প্রজন্মকে কম্পিউটার প্রশিক্ষণসহ অনলাইনভিত্তিক বিভিন্ন সেবা স্বল্প খরচে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এনটি