বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের হরিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঘোড়াঘাট উপজেলার ভেলাইন গ্রামের আজিমুদ্দিনের ছেলে ভ্যান চালক আব্দুস ছালাম (৫৫) ও একই উপজেলার কানাগাড়ী গ্রামের বসির উদ্দিনের ছেলে মো. ছালাম (৬৫) এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান কবিরুল ইসলাম (২৮)।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী হানিফ পরিবহনের একটি কোচ হরিপাড়া পুলিশ বক্সের কাছে পৌঁছালে বিপরীত দিক থেক আসা একটি ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ সময় আরও তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭/আপডেট ২১৩০ঘণ্টা
এসআরএস/আইএ