ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ শুরু উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ শুরু

নওগাঁ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার বলেছেন, বর্তমান সরকার ক্রীড়াঙ্গনে সফলতা অর্জন করেছে। ভাল খেলোয়াড় গড়ে তোলার পাশাপাশি গ্রাম্যঞ্চলের ক্রীড়াঙ্গন সম্প্রসারণের লক্ষ্যে সারাদেশে উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ শুরু করা হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) বিকেলে নওগাঁর মহাদেবপুরে শেখ রাসেল উপজেলা মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বীরেন শিকদার বলেন, যুব সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে দেশ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল করা দ্রুত সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় এমপি সাধন চন্দ্র মজুমদার, সলিম উদ্দিন তরফদার এমপি, ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্টরা জানান, মিনি স্টেডিয়াম নির্মাণে প্রথম পর্যায়ে ব্যায় হচ্ছে ৪২ লাখ টাকা। এতে অর্থায়ন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।