শনিবার (২২ এপ্রিল) রাত ৮ টা থেকে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ। এর আগে সন্ধ্যা পৌনে ৭ টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিলো।
দৌলতদিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক খোরশেদ আলম বাংলানিউজকে জানান, বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে সোয়া একঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিলো। পরে আবহাওয়া অনুকূলে আসলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম জানান, পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের তেমন কোনো চাপ নেই।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
ওএইচ/
** বৈরী আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ