ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে বাবু হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
না.গঞ্জে বাবু হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২ না.গঞ্জে বাবু হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে হৃদয় হাসান বাবু হত্যা মামলার আসামি হাসান বাহিনীর প্রধান হাসানসহ দুইজনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২২ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের বকুলতলা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতাররা হলেন- উপজেলার নাগবাড়ি এলাকার ইয়াসিনের ছেলে হাসান ও তার সহযোগী শাহদাত।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটার, ৩ রাইন্ড গুলি ও ৫১৫ পিস ইয়াবা জব্দ করা হয়। হাসানের বিরুদ্ধে বাবু হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭ 
আরআর/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।