শনিবার (২২ এপ্রিল) ভোর থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি এবং পাহাড়ী ঢলের কারণে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়। এতে করে রামেরকুড়া, দিঘীর পাড় পূর্বপাড়া ও পশ্চিমপাড়া এবং বনগাঁসহ প্রায় ১০টি গ্রাম প্লাবিত হয়।
ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা বাংলানিউজকে বলেন, পাহাড়ি ঢলের পানিতে মহারশি নদীর তিনটি স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এতে ঝিনাইগাতী উপজেলার বেশ কযেকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
ঝিনাইগাতি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এজেডএম শরীফ হোসেন বাংলানিউজকে বলেন, পাহাড়ি ঢলের পানিতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ করা যায়নি।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এনটি