সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের চলমান রাজনীতিতে তার জ্ঞানের পরিধি নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম বলেন, ‘এখন বাংলাদেশে চাকরির জন্য প্রত্যেককেই ঘুষ দিতে হয়।
৩৫তম বিসিএসের মাধ্যমে কৃষি ক্যাডারের সুপারিশ পাওয়া কর্মকর্তা মিরাজ হোসেন ফেসবুকে লিখেছেন, জীবনে বড় রকমের কোনো সংবর্ধনা পাইনি। তবে, এবার একটা সুযোগ এসেছে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।
‘সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ঘোষণা দিয়েছেন- ঘুষ ছাড়া যদি কেউ সরকারি চাকরি পায়, তাকে সংবর্ধনা দেবেন। কে কে নিবেন সংবর্ধনা আমার সঙ্গে?’
সেলিমের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে গোলাম সাজিদ লিখেছেন, অযোগ্য ছেলেরা সিপিবি করে, যাদের ঘুষ ছাড়া চাকরি পাওয়ার সামর্থ্য নেই।
৩৫তম বিসিএসের একজন বাংলানিউজকে জানিয়েছেন, তারা লিস্ট নিয়ে মুজাহিদুল ইসলাম সেলিমের কাছে যাবেন সংবর্ধনা নেওয়ার জন্য।
রূপা নামে একজন লিখেছেন, দেশের খবর রাখে না। কিসের রাজনীতি করে কে জানে!
নাম প্রকাশে অনিচ্ছুক সদ্য চাকরি পাওয়া একাধিক কর্মকর্তা জানিয়েছেন, একজন রাজনীতিবিদ ঢালাওভাবে এমন মন্তব্য করতে পারেন না।
‘চাকরি পাওয়া নিয়ে তার এ অবান্তর প্রশ্নে মেধাবীদের ছোট করা হয়েছে বলে জানান একজন কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এমআইএইচ/ওএইচ/বিএস