শনিবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার চান্দুর দোকান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন - দিনাজপুর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব কান্তি, ওই এলাকার আবুল কাশেমের ছেলে শফিকুল ইসলাম (২২), একই এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে এনামুল হক (৩৬) ও একরামুল হক (৩০)।
দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম এ খবর বাংলানিউজকে জানান।
তিনি বলেন, রাতে ওই এলাকায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাঁজাসহ একজনকে আটক করে। এসময় পাশ থেকে দৌড়ে এসে কয়েকজন আটককৃত ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার সময় তাদের বাধা দিতে গিয়ে পুলিশের এক কর্মকর্তাসহ চারজন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের আটক করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে বলেও ওসি জানান।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এএটি/