শনিবার (২২ এপ্রিল) “আগামীর খুলনা কেমন দেখতে চাই” শীর্ষক এক মতবিনিময় সভা খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।
আগামী মঙ্গলবার (২৫ এপ্রিল) খুলনার ১৩৫তম দিবস।
উন্নয়ন কমিটির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন- উন্নয়ন কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ জামান।
সভায় প্রধান অতিথি ছিলেন- খুলনা-২ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। বিশিষ অতিথি খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক বেগম ফেরদৌসী আলী, বিএনপি খুলনা জেলা সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।
সভায় বক্তারা বলেন, একটি পরিকল্পিত নগরী গড়ে তুলতে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা সিটি করপোরেশন এবং জেলা পরিষদকে কাজ করতে হবে। একটা ঝকঝকে, সুন্দর, পরিচ্ছন্ন, সেবাবান্ধব ও পরিকল্পিত নগরী চায় খুলনাবাসী।
পদ্মাসেতু তথা মাওয়া-খুলনা-মংলা পর্যন্ত মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণসহ যানজট নিরসনের আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালুকরণ।
এছাড়াও খুলনার সঙ্গে সংযুক্ত সব সড়ক-মহাসড়ককে ৬ লেনে উন্নীতকরণ। খুলনায় শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, সুন্দরবনকে ঘিরে পর্যটন শিল্পের প্রসার, মেরিন একাডেমি, ক্যাডেট কলেজ, রূপসা ও ভৈরবনদীর তীর ঘেসে রিভারভিউ রোড ও পার্ক নির্মাণ, কৃষি বিশ্ববিদ্যালয় দ্রুত বাস্তবায়ন, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, বিমানবন্দর দ্রুতবাস্তবায়ন, মংলা সমুদ্রবন্দর ও ভোমরা স্থলবন্দরের আধুনিকায়নের দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, ব্রিটিশ শাসনামলে ভৈরব নদ ও রূপসা নদীর তীরে নয়াবাদ ও কিসমত খুলনাকে কেন্দ্র করে ১৮৮২ সালের ২৫ এপ্রিল জেলার যাত্রা শুরু হয়।
এর আগে খুলনা ছিলো যশোর জেলার মহকুমা। ব্রিটিশ শাসক ডাবিস্নউ এম ক্লে খুলনার প্রথম জেলা শাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এমআরএম/আরআইএস/বিএস