শনিবার (২১ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে কওমী মাদরাসা শিক্ষা সনদের সরকারি স্বীকৃতি বিরতণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামের নামে একের পর এক মুসলিম দেশকে সন্ত্রাসী ও জঙ্গি রাষ্ট্র বানানো হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কওমী সনদ স্বীকৃতি দেশের আলেম ওলামারা যেভাবে চেয়েছেন সেভাবেই প্রধানমন্ত্রী স্বীকৃতি দিয়েছেন। খুব শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ স্বীকৃতি রি-প্রেজেন্ট করার নির্দেশনা দেবেন।
ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ, হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, বড় মসজিদের খতিব আব্দুল হক, মুফতি তাজুল ইসলাম কাসেমী প্রমুখ।
সবশেষে ওলামা মাশায়েখদের উদ্দেশ্য ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান স্লোগান দেন। এ সময় বরেণ্য আলেম-ওলামা ও অনুষ্ঠানে উপস্থিত শ্রোতারাও তার সঙ্গে কন্ঠ মেলান।
বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এমএএএম/আরআর/এএটি