শনিবার (২২ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে কাউনিয়া থানাধীন কালাখার এলাকায় সোহেল ভিলা নামক বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এ খবর বাংলানিউজকে জানান।
তিনি বলেন, এ ঘটনায় আছিয়ার স্বামী পরিচয়দানকারী রুমান নামে এক যুবককে আটক করা হয়েছে। আছিয়া মুলাদী উপজেলার চর খালেকা এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। তিনি বরিশাল সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
বছরখানেক আগে রুমান ও পাখি স্বামী-স্ত্রী পরিচয়ে কাউনিয়া কালাখার এলাকার সোহাগ সিকদারের বাড়ি ভাড়া নেয়। রুমান মুলাদী উপজেলার চর খালেকা এলাকার জাকির হোসেনের ছেলে।
মৃতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, তবে এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে তদন্ত ও ময়নাতদন্ত’র প্রতিবেদন ছাড়া নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন ওসি সেলিম রেজা।
বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এমএস/এসআরএস/এএটি