রোববার (২৩ এপ্রিল) সকালে শহরের নড়াইল বাসস্ট্যান্ডের বাবুর হোটেল নামে একটি খাওয়ার হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ছায়া শার্শা উপজেলার ত্রিমোহিনী গ্রামের ইমাম আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, গত তিন-চার দিন আগে ওই তরুণী নড়াইল বাসস্ট্যান্ডের বাবুর হোটেলে চাকরিতে আসেন। সারাদিন কাজ শেষে অন্য দুই নারী শ্রমিকের সঙ্গে হোটেলের তিন তলার একটি রুমে ঘুমাতো ছায়া।
স্থানীয়দের ধারণা, শনিবার (২২ এপ্রিল) দিবাগত রাতে দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর হত্যা করেছে।
যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বাংলানিউজকে বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে সকালে মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে, ময়নাতদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত ধর্ষণের ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
ইউজি/ওএইচ/